বাঁশখালী পৌরসভায় জলদী ধর্মরত্ন বিহারে আসন্ন কঠিন চীবর দান উপলক্ষে গত শুক্রবার বিহার মিলনায়তনে অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে এক অধিবেশন অনুষ্ঠিত হয়। গত বছরের কঠিনচীবর দানের আলোচনা করে এবং আগামী চীবরদান কিভাবে অনুষ্ঠিত করা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন অব. কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়াসহ উপস্থিত সকলে। এতে সম্মতিক্রমে দীপক বড়ুয়াকে সভাপতি, শিক্ষক অর্পন বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং অনু বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী করে ৩৫ সদস্য বিশিষ্টি একটি প্রবারণা পূর্ণিমা ও কঠিনচীবর দান উদযাপন কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন- সুভাষ বড়ুয়া সোহাগ, ধনঞ্জয় বড়ুয়া, অমিয় বড়ুয়া, বাবুল কুমার বড়ুয়া, সুমেধ বড়ুযা, অসীম বড়ুয়া, সনজিত বড়ুয়া, জ্ঞানবোধি ভিক্ষু, বাবলু বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, টিটুরাজ বড়ুয়া, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি সুপ্রিয় বড়ুয়া, উত্তম বড়ুয়া, বিটুরাজ বড়ুয়া, নিহার কুসুম বড়ুয়া, সুরজিত বড়ুয়া, মদন বড়ুয়া, বিদুল বড়ুয়া, নির্বাহী সদস্য সুভাষ চন্দ্র বড়ুয়া, শিক্ষক দুকুল বড়ুয়া, প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, আনন্দপ্রিয় বড়ুয়া, খোকন বড়ুয়া, দিলিপ বড়ুয়া, মিলন বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, শিক্ষক সুশান্ত বড়ুয়া, শিক্ষক উৎপল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।