জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ তার বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি টিম। তাদের হাতে বন্দী চারজনকে উদ্ধার করা ছাড়াও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত ট্রলার। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জলদস্যু কামাল নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চর পানাউল্লাহ গ্রামের মনসুর আহমদের ছেলে। অন্য জলদস্যুরা হল- একই এলাকার মো. নূর নবী, মো. শামীম, ফেরদৌস মাঝি ও শামীম। অভিযানে একটি একনলা বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, তিনটি রামদা, তিনটি চাপাতি, একটি ধারালো চাকু এবং একটি ক্ষুর উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, দীর্ঘদিন কামাল বাহিনী চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। মুক্তিপণ না পেলে তাদের হত্যা করে সাগরে ভেসে দেয়া হত। কামালই জেলেদের অপহরণসহ সব কাজের পরিকল্পনা করত। অপহরণের পর জেলেদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে নগদে কিংবা বিকাশে টাকা আদায় করত তার অনুসারীরা। কামালের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে।