যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাপেলো দ্বীপে একটি ফেরি ডকের অংশ ভেঙে অন্তত সাতজনের প্রাণ গেছে। কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। শরৎকালীন উৎসব উপলক্ষে সেখানে লোকসমাগম ঘটে। গত শনিবার এ দুর্ঘটনায় আটলান্টিক সাগরে ডুবে যান অন্তত ২০ জন। মার্কিন কোস্ট গাডের্র জাহাজ নিখোঁজদের সন্ধানে কাজ করছে। উৎসবে যোগ দেওয়া লোকেরা ফেরির জন্য ডকে অপেক্ষা করছিলেন, এমনটি বলেন জর্জিয়া ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেসের মুখপাত্র টেইলর জোনস। এ বিভাগ ডক ও ফেরি পরিচালনা করে থাকে। সাপেলোর অবস্থান সাভ্যানা শহর থেকে ৯৭ কিলোমিটার দূরে। মূল ভূখণ্ড থেকে নৌকার মাধ্যমে সেখানে যাওয়া যায়। জোনস বলেন, জীবিতদের উদ্ধারে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ কর্মকর্তা বলেন, প্রকৌশলী ও নির্মাণ বিশেষজ্ঞদের একটি দলের রোববার সেখানে যাওয়ার কথা রয়েছে। কেন ওয়াকওয়ে ভেঙে পড়ল, তা তদন্ত করবেন।