হাটহাজারী পৌরসভার আওতাধীন মিঠাছড়া খাল পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার এবং হাটহাজারী বাজারের যানজট নিরসনকল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার বাস স্টেশনস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, হাটহাজারীর ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায়ও যথেষ্ট ফসল উৎপাদন হয়। পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতাও নিরসন হয়। কিন্তু দুঃখের বিষয়, বিগত স্বৈরাচার সরকার জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিটা প্রকল্প নিশ্চিহ্ন করার মিশনের ধারাবাহিকতায় ওই মিঠাছড়া খালটিও বাদ যায়নি। দীর্ঘদিন অযত্ন-অবহেলা ও খনন না করার ফলে খালটি ভরাট হয়ে ভূমিদস্যুদের দখলে চলে যায়। ফলে হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যাহত হয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বর্তমানে খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় সংস্কার করলে হাজার হাজার কৃষক চাষাবাদ করে উপকৃত হবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস পাবে। তাই জরুরি ভিত্তিতে মিঠাছড়া খালটি পুনঃখনন করা দরকার।
সংবাদ সম্মেলনে হাটহাজারী মহাসড়কের যানজট নিরসনে বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাবনা উত্থাপন করা হয়। প্রস্তাবনার মধ্যে রয়েছে- হাটহাজারী বাসস্ট্যান্ড গোল চত্ত্বর ছোট করা, দ্রুতযান বাস সার্ভিসগুলিকে শহরে যাওয়ার সময় মাঠের দক্ষিণ পাশ থেকে বের হওয়া, বাস মালিক সমিতিকে স্টেশনে বাস রাখার সময় রাস্তা থেকে ১০ ফুট দূরে রাখার নির্দেশনা দেওয়া, বাসস্ট্যান্ড মোড় থেকে সকল সিএনজি স্টেশন ১০০ গজ দূরে সরিয়ে নেওয়া, ভাসমান বাজারগুলিকে নির্ধারিত জায়গায় স্থানান্তর করা, রাস্তার উপর অনিয়মিত পার্কিং বন্ধ করা, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য হাজী মুহাম্মদ ইলিয়াস চৌধুরী, রহমতুল্লাহ মেম্বার, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ, মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফখরুল হাসান, সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী পৌরসভা মহিলা দলের সভানেত্রী পারভীন জাহান চৌধুরী প্রমুখ।