হাটহাজারী পৌরসভার আওতাধীন মিঠাছড়া খাল পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার এবং হাটহাজারী বাজারের যানজট নিরসনকল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাস স্টেশনস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, হাটহাজারীর ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায়ও যথেষ্ট ফসল উৎপাদন হয়। পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতাও নিরসন হয়। কিন্তু দুঃখের বিষয়, বিগত স্বৈরাচার সরকার জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিটা প্রকল্প নিশ্চিহ্ন করার মিশনের ধারাবাহিকতায় ওই মিঠাছড়া খালটিও বাদ যায়নি। দীর্ঘদিন অযত্ন–অবহেলা ও খনন না করার ফলে খালটি ভরাট হয়ে ভূমিদস্যুদের দখলে চলে যায়। ফলে হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যাহত হয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় সংস্কার করলে হাজার হাজার কৃষক চাষাবাদ করে উপকৃত হবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস পাবে। তাই জরুরি ভিত্তিতে মিঠাছড়া খালটি পুনঃখনন করা দরকার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ, জাকের হোসেন, মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, ডা. রফিকুল আলম চৌধুরী, মো. অহিদুল আলম, এম এ শুক্কুর, মো. মনিরুল আলম জনি, লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, শাখাওয়াত হোসেন শিমুল, ইলিয়াস চৌধুরী, রহমতুল্লাহ মেম্বার, আব্দুল মন্নান দৌলত, শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ প্রমুখ।