জরুরি প্রয়োজনে যাত্রী পারাপার হচ্ছে কুমিরা গুপ্তছড়া নৌপথে

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সন্দ্বীপেও কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চলছে সীমিত পরিসরে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের যানবাহন ছাড়া অন্যান্য পরিবহনের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি, বিধিনিষেধ। এছাড়া সন্দ্বীপের সাথে নৌপথে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে সন্দ্বীপ থানার অনুমতি সাপেক্ষে চলাচলের ব্যবস্থা রয়েছে। রোগী ও বিদেশগামীদের ক্ষেত্রে রয়েছে শিথিলতা।
কুমিরা-গুপ্তছড়া নৌরুটের ইজারাদার নয়ন বলেন, লকডাউনের সময় আমরা যাত্রীদের নৌ পারাপার বন্ধ রেখেছি। তবে রোগী ও বিদেশগামীদের ক্ষেত্রে কাগজপত্র দেখে প্রশাসনের অনুমতিতে সাগর পারাপারের ব্যবস্থা করা হয়।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমেদ আজাদীকে বলেন, রোগীর ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন ও আনুষাঙ্গিক কাগজপত্র দেখালেই চট্টগ্রামে যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেয়া হয়। এছাড়া বিদেশগামীদের তাদের ভিসা পাসপোর্ট টিকেট ঘাট কর্তৃপক্ষকে দেখালে সন্দ্বীপ থেকে বের হওয়ার অনুমতি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
পরবর্তী নিবন্ধদেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল উদ্বোধন