জরিমানা মওকুফের দাবিতে বোয়ালখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জরিমানা মওকুফের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজের সামনে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দিন জরিমানা মওকুফের ঘোষণা দেন। এসময় শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিলটি আনন্দ মিছিলে পরিণত হয়।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের এইচএসএসি প্রথমবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, পরীক্ষার টাকা জমা দিতে এসে দেখি অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হচ্ছে। কারণ হিসেবে জানতে চাইলে কর্তৃপক্ষ বলেন ক্লাসে অনুপস্থিত থাকার কারণে প্রত্যেককে এ জরিমানা করা হয়েছে।

জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ স্যারকে জানালে তিনি রাজি না হওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হই। এক ঘণ্টা পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই আমাদেরকে জরিমানা মওকুফের ঘোষণা দেন। পরে আমরা আন্দোলন থেকে সরে আসি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, কম বেশি প্রায় শিক্ষার্থী ক্লাস অনুপস্থিত থাকে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে আমরা এ জরিমানা করেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে সেটি আমরা মওকুফ করে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম কমছে ৫ টাকা
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে হামলার শিকার জেলা প্রশাসনের কর্মকর্তারা