৩১ ডিসেম্বর দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদে জানা যায়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভেজাল মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালালেও থেমে নেই ভেজাল ওষুধ তৈরিতে। আসল হোতারা ধরা ছোঁয়ার বাইরে থাকায় জনস্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেজাল ওষুধে শিশু ও মহিলাসহ বহু মানুষের প্রাণহানি এবং লাখ লাখ সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এক শ্রেণির অসৎ ও মুনাফা লোভী ব্যবসায়ী বাজারে বিক্রি করছে এই ভেজাল ওষুধ। ওষুধের গুণগত মান না থাকলেও ওষুধে জীবন ধ্বংসকারী উপাদান থাকলে মানুষ কি করে বাঁচবে রোগ ব্যাধির হাত থেকে? এ জন্য ওষুধ বাজার জাত করার আগে পরীক্ষা করা জরুরি।
– এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।