জরিমানার টাকা যুবককে ফেরত দিলেন সর্দার

না জানিয়ে বিয়ে

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাটখোলা মুড়া এলাকায় সমাজের সর্দার সামশুদ্দিনকে না জানিয়ে বিয়ে করায় স্থানীয় মো. ওয়াহিদুল আলমগীর নামে এক যুবকের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ ফেরত দিয়েছেন। গত মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে সমাজের সর্দারকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চুনতি পুলিশ ফাঁড়িতে আনা হয়।
পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জামান, ইউপি সদস্য মো. ইয়াছিন, আবুল সওদাগর, আউলিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী যুবক মো. ওয়াহিদুল আলমগীর জানান, আমার সাথে যেই অন্যায় হয়েছে তার বিচার পেয়েছি। জরিমানার অর্থও ফেরত পেয়েছি। এখন থেকে একে-অপরের প্রতি কোনো রাগ-অভিমান থাকবে না। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জামান জানান, জিজ্ঞাসাবাদে সর্দার সামশুদ্দিন জরিমানার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় সেই টাকা যুবককে ফেরত দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৫ মার্চ) অন্য আরেকজনের বিয়ে উপলক্ষে পানছল্লা (সামাজিক বৈঠক) অনুষ্ঠানে সর্দারকে না জানিয়ে বিয়ে করায় যুবক মো. ওয়াহিদুল আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা করেন সমাজের সর্দার। এ সংক্রান্তে গত বুধবার দৈনিক আজাদী পত্রিকায় ‘সর্দারকে না জানিয়ে বিয়ে করায় এক বছর পর জরিমানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনীরবেই বাড়ছে কিডনি রোগ
পরবর্তী নিবন্ধকোভিডের মৃদু সংক্রমণও প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে, বলছে গবেষণা