ইনার হুইল ক্লাব অফ ব্লেজিং স্টারসের পক্ষ থেকে ১৮–২০ বছর বয়সী তিনজন মেয়েকে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধক টীকা দেয়া হয়। ইন্টারন্যাশনাল ইনার হুইলের এ বছরের অন্যতম ক্যাম্পেইন হলো জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করা। ইনার হুইরের সকল ক্লাব এ বিষয়ে কাজ করে যাচ্ছে। ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমের আহ্বানে অন্যান্য ক্লাবের মতো ব্লেজিং স্টারস ও এ কাজের উদ্যোগ নেয়। ব্লেজিং স্টারসের উদ্যোগে প্রেসিডেন্ট তাহিরা জান্নাত চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট আশিয়ানা ফরহাদ এবং ক্লাব আইএসও ডা. সুলতানা রুমা আলমের তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।