জয় পেয়েছে কে এম স্পোর্টিং এবং রেলওয়ে রেঞ্জার্স

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে রেলওয়ে রেঞ্জার্স এবং কে এম স্পোর্টিং ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রেলওয়ে রেঞ্জার্স ২১ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে কে এম স্পোর্টিং ক্লাবও একই ব্যবধানে পরাজিত করে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে। গতকালের জয়ের ফলে ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এছাড়া ৪ খেলায় রেলওয়ে রেঞ্জার্সের পয়েন্ট ৭, আগ্রাবাদ নওজোয়ানের পয়েন্ট ৬ এবং কল্লোল সংঘের সংগৃহীত পয়েন্ট ৫। দিনের প্রথম ম্যাচে ২৯ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নেয় রেলওয়ে রেঞ্জার্স। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সাকিব। ২৯ মিনিটে ব্যবধান ২০ করেন আরিফুল। দুই গোলে পিছিয়ে থেকেও খেলায় ফিরে আসার চেষ্টা করে কল্লোল সংঘ। কিন্তু প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা। খেলার ৭১ মিনিটে রাশেদ গোল করলে ব্যবধান কমে দাড়ায় ()। কিন্ত বাকি সময়ে আর গোল করতে না পারলে লিগে প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয় কল্লোল সংঘকে। ম্যাচ সেরা হয়েছেন রেলওয়ে রেঞ্জার্সের জাসিব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আরিফ আহমেদ চৌধুরী।

বিকেলের ম্যাচে শুরু তেকেই দু দল খেলছিল সমানতালে। ৩২ মিনিটে এগিয়ে যায় কে এম স্পোর্টিং ক্লাব। বামপ্রান্ত থেকে সতীর্থের সেন্টার থেকে পাওয়া বল ধরে মুক্তালিব যে শট নেন তা নওজোয়ানের একজন ডিফেন্ডারের পায়ে লেগে জড়ায় জালে। এগিয়ে যায় কে এম স্পোর্টিং ক্লাব। আর সে গোলে এগিয়ে থেকে যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে সমতা আনতে সক্ষম হয় নওজোয়ান ক্লাব। পেনাল্টি বক্সে কে এম স্পোর্টিং ক্লাবের একজন ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারী পেনাল্টি ঘোষণা করে। আর সে পেনাল্টি থেকে বিজয় শীল গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে সে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নওজোয়ান। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে আবারো এগিয়ে যায় কে এম স্পোর্টিং। এবার বামপ্রান্ত থেকে আইয়ুবের বাড়ানো বল বক্সে পেয়ে দুর্দান্ত হেডে জাহিদুল গোল করে এড়িয়ে দেন কে এম স্পোর্টিং ক্লাবকে। শেষ পর্যন্ত সে গোলই দলটির জয়ের নিয়ামক হয়ে দাড়ায়। টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কে এম স্পোর্টিং ক্লাব। ম্যাচসেরা হয়েছেন কে এম স্পোর্টিং ক্লাবের আইয়ুব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহমেদ। সিজেকেএস নির্বাচন উপলক্ষে আজ লিগের খেলা স্থগিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্টে ফিরে রোমাঞ্চিত বিশ্বকাপে ঝড় তোলা রাচিন রবীন্দ্র
পরবর্তী নিবন্ধনবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট সম্পন্ন