জয় দিয়ে শুরু রাইজিং স্টার ক্লাবেরও

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছে রাইজিং স্টার ক্লাবও। গত আসরে তাদের একটি ক্লাব প্রথম বিভাগে নেমে গেলেও রাইজিং স্টার ক্লাব বেশ ভাল অবস্থানেই ছিল। গতকাল এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুন এবং জয় তুলে নিয়েছে রাইজিং স্টার। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার ক্লাব ৩ উইকেটে হারিয়েছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে। গতকালও উইকেটে রানের জন্য লড়াই করতে হয়েছে ব্যাটারদের। টসে জিতে ব্যাটিংয়ে নামা ইস্পাহানী এস সি ১২ রানে প্রথম উইকেট হারায়। এরপর ওপেনার তাজোয়ার সাদেক একপ্রান্ত আগলে রেখে দলকে টানার চেষ্টা করলেও অপর প্রান্তে তেমন কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। ফলে বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি ইস্পাহানীর ব্যাটাররা। দলকে ১২৭ রানে পৌঁছে দিয়ে আট নম্বর ব্যাটার হিসেবে ফিরেন তাজোয়ার। তবে ফিরে আসার আগে ১১৭ বলে ৪৯ রান করে আসেন এই ওপেনার। শেষ দিকে শহীদ আবদুল্লাহর ৩৪ বলে অপরাজিত ৩১ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ইস্পাহানী এস সি। দলের পক্ষে অন্যান্যের মধ্যে নোমানুর ১০, সুদিপ্ত ১৬ এবং রনি করেন ১২ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেণ জায়েদ উল্লাহ এবং মঈনুল। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রাইজিং স্টার। তবে দ্বিতীয় উইকেটে শুভ দাশ এবং আসাদুর রহমান যোগ করেন ৭০ রান। ২৫ রান করা শুভ ফিরলে ভাঙ্গে এজুটি। ৫ রান পর ফিরেন আসাদুর রহমানও। তিনি করেন ৩৬ রান। পরের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও সবার দায়িত্বশীল ভূমিকায় ৪৪.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাইজিং স্টার ক্লাব। দলের পক্ষে ২৯ রান করে অপরাজিত থাকেন আফছারুল করিম। এছাড়া হৃদয় ১৪, মঈনুল ২৮ এবং অধিনায়ক রেজাউল করিম রাজিব করেন ১৮ রান। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কামরান হাফিজ এবং সুদিপ্ত দেব। একটি উইকেট নিয়েছেন সাজ্জাদ হোসাইন।

আজ শহীদ শাহজাহান সংঘ এবং পাইরেটস অব চিটাগাং নিজেদের প্রথম ম্যাচে পরষ্পরের মুখোমুখি হবে। খেলাটি শুরু হবে সকাল নয়টায়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
পরবর্তী নিবন্ধরুশ অভিযানে এ পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত : জেলেনস্কি