জয় দিয়ে লিগ শেষ করলো মোহামেডান ব্লুজ

প্রিমিয়ার ফুটবল লিগের সমাপনী আজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের এবারের মৌসুম জয় দিয়ে শেষ করেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। ড্র দিয়ে শুরু করলেও জয় দিয়ে শেষ করেছে তারা লিগ। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ খেলায় মোহামেডান ব্লুজ ২০ গোলে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। লিগে এটি মোহামেডান ব্লুজের দ্বিতীয় জয়। ৯ খেলা শেষে তাদের অর্জিত পয়েন্ট ১১। তারা ২টি খেলায় জয়লাভ করেছে। ৫টি খেলা ড্র করেছে এবং ২টি খেলায় পরাস্ত হয়েছে। চট্টগ্রাম বন্দর সমান খেলায় ৮ পয়েন্ট পেয়ে লিগ শেষ করলো। তারা ২টি খেলায় জয়লাভ করেছে। ২টি খেলা ড্র করেছে এবং ৫টি খেলায় হার মেনেছে। গতকাল মোহামেডান ব্লুজ এবং বন্দর এই দু’দলের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। দু’দলের খেলায় আক্রমণ প্রতি আক্রমণ থাকলেও এ অর্ধে মোহামেডান ব্লুজ দুটি সুযোগ পায়। ২৯ মিনিটে সায়েমের নিশ্চিত গোলের প্রচেষ্টা ব্যর্থ হয়। বন্দর গোলকিপার নূর মোহাম্মদকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। এর পরপরই হেলালের হেড ক্রসপিসে লেগে প্রতিহত হলে মোহামেডান ব্লুজ আরো একটি গোল থেকে বঞ্চিত হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্খিত গোল পেয়ে যায় মোহামেডান ব্লুজ। ডান প্রান্ত দিয়ে উঠে পড়া রাইট ব্যাক মিজান বন্দর গোলমুখে দারুন একটা ক্রস করেন। একটু ফাঁকায় থাকা সায়েম তাতে পা লাগান। বল চলে যায় জালে। ব্লুজ এগিয়ে যায় ১০ গোলে। গোলের পর বন্দর দলও সমতায় ফেরার লক্ষ্যে আক্রমনে উঠতে থাকে। ৫৭ মিনিটে রিফাতের একটি হেড মোহামেডান কিপার মিনহাজ বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। এটি ছিল নিশ্চিত একটি গোল। ৬৫ মিনিটে মিনহাজ বন্দরের আরো একটি গোলের প্রচেষ্টা নস্যাৎ করে দেন। এরপর বন্দরের রিংকুর ফ্রি কিক থেকে হেড হলেও তা বাইরে চলে যায়। ৮৩ মিনিটে মোহামেডানের হেলালের একটি শট ক্রসপিসে লেগে ফেরত আসে। পর মুহূর্তেই সফল হন হেলাল। এবার বঙের বাইরে থেকে দুর্দান্ত একটি শটে তিনি বন্দরের জাল কাঁপিয়ে দেন। মোহামেডান ব্লুজ এগিয়ে যায় ২০ গোলে। এ গোলের কিছু পরে খেলার শেষ দিকে বন্দর দলের দুজন খেলোয়াড় রিংকু এবং সায়েমকে অখেলোয়াড়িচিত আচরণের জন্য রেফারী খোরশেদ আলম লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। বন্দরের কর্মকর্তা শাহীনকেও রেফারী হলুদ কার্ড দেখান। এ সময় খেলায় খানিকটা উত্তেজনা দেখা দেয়। যোগ করা সময়ে আক্রমণে উঠে বন্দর। তবে দলের আল আমিন বল জালে ঠেলে দিতে ব্যর্থ হলে শেষ খেলায় পরাজয় মেনেই মাঠ ত্যাগ করতে হয় অফিস দল বন্দরকে। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মোহামেডান ব্লুজের খেলোয়াড় মোহাম্মদ হেলাল। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিডিএফএ নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিরণ।

আজ ২ নভেম্বর বিকাল ২.৪৫ টায় গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং ব্রাদার্স ইউনিয়ন। এ খেলায় ড্র করলেই উদয়ন সংঘ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। উদয়ন সংঘ, কিষোয়ান এবং সিটি কর্পোরেশন ৩টি দলেরই সমান ১৬ পয়েন্ট। উদয়ন সংঘ আজ তাদের নবম খেলায় অংশ নেবে। অন্যদিকে কিষোয়ান এবং সিটি কর্পোরেশন তাদের ৯টি খেলা ইতিমধ্যে সম্পন্ন করেছে। উদয়ন সংঘ যদি আজকের খেলায় পরাজিত হয় তবে লিগের বাইলজ অনুসারে শিরোপা নির্ধারিত হবে। আজকের খেলা শেষে প্রিমিয়ার ফুটবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারদের দায়ী করলেন মিরাজ
পরবর্তী নিবন্ধছুটি নিয়ে দেশে ফিরলেন লিটন