জয় দিয়ে বিশ্বকাপ শুরু নারী দলের

১০ বছরের অপেক্ষার অবসান

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

অবশেষে ১০ বছরের অপেক্ষার অবসান হলো। ২০১৪ সালের বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। এরপর কেটে গেছে ১০ বছর আর চারটি বিশ্বকাপ। জয়ের মুখ দেখেনি ১৬টি ম্যাচে। পঞ্চমবারে এসে হারের সে বৃত্ত ভাঙতে পেরেছে বাংলার নারীরা। সে সাথে স্কটল্যান্ড নারী দলের ওপর যে আধিপত্য ছিল সেটা বজায় রাখতে সক্ষম হয়েছে নিগার সোলতানা জ্যোতির দল। এ নিয়ে পাঁচ দেখায় পাঁচ বারই জিতল বাংলাদেশ। গতকালের ম্যাচটি আরো একটি কারণে বিশেষ ছিল বাংলাদেশের জন্য। তা হচ্ছে টাইগার অধিনায়কের শততম ম্যাচ ছিল এটি। আর সে উপলক্ষ্যও দারুণভাবে উদযাপন করেছে সাথী রানী, সোবহানা মোস্তারী, রিতু মনিরা। প্রত্যাশিত জয়ে নারী টিটোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল ১৬ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন প্রথমে একটা জয় চায় তারা। এরপর বাকিটা ভাববে। প্রথম লক্ষটা পূরণ করেছে টাইগার নারীরা। সাথী রানী, সোবহানা মোস্তারী এবং অধিনায়ক নিগার সোলতানার ব্যাটিং এর পর রিতু মনি এবং দলের বোলারদের দারুন নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশকে দারুন স্বস্তির এনে দেয়। জয় দিয়ে টুর্ণামেন্ট শুরু করতে পেরে দলও তাই দারুণ নির্ভার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। কিন্তু স্কোরটা খুব বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটাররা। দুই ওপেনার সাথি রাণী এবং মুর্শিদা খাতুন ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন। ৪.৩ ওভারে ২৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন দুজন। ১৪ বলে ১২ রান করে আউট হন মুর্শিদা খাতুন। এরপর সাথি রাণী এবং সুবহানা মোস্তারি মিলে দলকে ১১.৫ ওভারে ৬৮ রান পর্যন্ত নিয়ে যান। ৩২ বলে ২৯ রান করে আউট হন সাথি রাণী। তিনটি চার মেরেছেন তিনি। দ্রুতই ফিরে আসেন তাজ নেহার। রান আউটের শিকার হন তিনি। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সুবহানা মোস্তারি মিলে ৮৬ রান পর্যন্ত দলকে টেনে নিয়ে যান। ৩৮ বলে ৩৬ রান করে ফিরেন সোবহানা মোস্তারী। অধিনায়ক নিগার সুলতানা ১৮ বলে করেন ১৮ রান। শেষ দিকে ফাহিমা খাতুন ৫ বলে ১০ রান করলে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১১৯ রান। স্কটল্যান্ডের পক্ষে শাসকিয়া হরলি ৩টি উইকেট নেন ১৩ রানে।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই শাসকিয়া হরলিকে হারায় স্কটল্যান্ড। ফাহিমা খাতুনের বলে উইকেটের পেছনে জ্যোতির হাতে ক্যাচ দেন এই স্কটিশ ওপেনার। এরপর থেকে আরেক ওপেনার সারা ব্রিস একপ্রান্ত ধরে রেখে লড়াই করে যান। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে অপর প্রান্তে কেবলই আসা যাওয়া করছিল স্কটিস ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্যাথরিন ব্রিসকে নিয়ে ১৯ রান যোগ করেন সারা ব্রিস। ১১ রান করে ফিরেন ক্যাথরিন। তৃতীয় উইকেটে আলিসা লিস্টার ১৮ রান সঙ্গ দিতে পেরেছিলেন সারাকে। তিনিও ফিরেন ১১ রান করে। এরপর বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। একপ্রান্ত আগলে রাখা সারা ব্রিসও পারেননি নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে। ১০৩ রানে থামে স্কটল্যান্ড। ওপেনার সারা ব্রিস অপরাজিত ছিলেন ৫২ বলে ৪৯ রান করে। একটি মাত্র চার মেরেছেন তিনি। বাংলাদেশের পক্ষে রিতু মনি নিয়েছেন ১৫ রানে দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মারুফা আকতার, নাহিদা আকতার, ফাহিমা খাতুন এবং রাবেয়া খান। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্পিনার রিতু মনি। আগামীকাল শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

পূর্ববর্তী নিবন্ধগৃহবধূর ঝুলন্ত লাশ, ওড়না দিয়ে বাঁধা ছিল হাত
পরবর্তী নিবন্ধতদন্ত কমিটির ১৪ সুপারিশ