জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

দারুণ জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপে শুভ সুচনা করেছে বাংলাদেশ দল। গতকাল শুক্রবার ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে হংকং। পরে ওই রান তাড়া করতে নেমে ১০ বল আগেই জয় পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে হংকং ‘এ’ দল। দুজনই ফিরেন রিপন মন্ডলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। কিন্তু এরপরই দলটির হয়ে জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত। তাদের ৬৫ রানের জুটি ভাঙেন মাহফিজুর রহমান রাব্বি। ২০ বলে ২৫ রান করে বোল্ড হয়ে যান নিজাকাত। তার বিদায়ের পর একাই লড়েন বাবর হায়াত। রেজাউর রহমান রাজার করা ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেন বাবর। এর বাইরে আর একজন ব্যাটারই দুই অঙ্কে যেতে পেরেছেন। ৫ বলে ১৩ রান করেন তিনি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রিপন মন্ডল। একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহিফজুর রহমান রাব্বি।

১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনারদের মধ্যে ১১ বলে ১১ রান করে ফিরেন জিশান আলম । এছাড়া ২৬ বলে ২৮ রান করে পারভেজ হোসেন ইমন আউট হন। ৬ বলে ৫ রান করে আউট হন সাইফ হাসানও। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও আকবর আলি। দুজনের জুটিতে আসে ৫৪ রান। ২২ বলে ২৯ রান করে ইহসান খানের বলে আউট হন তাওহীদ হৃদয়। ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দিয়ে নিয়ে যান অধিনায়ক আকবর আলী। ২৪ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করে ফিরে বাংলাদেশ অধিনায়ক। এরপর ১৫ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন।

পূর্ববর্তী নিবন্ধএবার আবুধাবী টি-টেনের শিরোপার দিকে চোখ বাংলা টাইগার্সের
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় নাটক সারারাত্তির পরিবেশন