চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয় যে স্কুলে পড়ছে সেখানেই ভর্তি হয়েছে শাকিব–বুবলির সন্তান শেহজাদ খান বীর। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুলে ভর্তি করা হয়েছে তাকে।
গতকাল বৃহস্পতিবার স্কুলের প্রথম দিন বীরকে সেখানে পৌঁছে দেন তার বাবা ও মা। সে তথ্য নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। যেখানে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, স্কুলের করিডরে, ক্লাসরুমে বীরকে কোলে নিয়ে শাকিব খান। পাশেই বুবলী। খবর বাংলানিউজের।