জয়ার সিনেমার জন্য শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

কলকাতায় মুক্তির অপেক্ষায় জয়া আহসানের সিনেমা ‘ডিয়ার মা’। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। বর্তমানে পুরোদমে চলছে সিনেমার প্রচারণা। মুক্তির আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। মুক্তির পর ট্রেলার প্রশংসা কুড়াচ্ছে। খবর বাংলানিউজের। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও ট্রেলারটি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন! শুভকামনা জানিয়েছেন নির্মাতা ও সিনেমাসংশ্লিষ্ট সবাইকে। ট্রেলারটি শেয়ার দিয়ে অমিতাভ বচ্চন লেখেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়। ’ পোস্টটির মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গের নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন জয়া আহসানকে। ৩ মিনিট ৩০ সেকেন্ডর ট্রেলারে উঠে এসেছে মামেয়ের সম্পর্কের টানাপোড়েন। ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। সিনেমাতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমা ১৮ জুলাই মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধ১১৭ বছরের পুরনো তামাদি আইন যুগোপযোগী করার প্রয়োজনীয়তা প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ