জম্মু-কাশ্মিরে টানা ভারী বর্ষণ, ভূমিধসে নিহত বেড়ে ৩১

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

ভারতের জম্মুকাশ্মিরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকেএমনটাই আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার দুপুরের দিকে রিয়াসি জেলার কাটরা শহরে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় ও আশপাশের এলাকায় হঠাৎ ভূমিধস নামে। টানা ভারী বর্ষণের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বাংলানিউজের। রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধার অভিযানে নামে মন্দির কমিটি ও নিরাপত্তা বাহিনী। পরে এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা।এদিকে, জম্মুকাশ্মিরের বিভিন্ন জেলায় টানা তিন দিন ধরে ভারী বর্ষণ চলছে। এর জেরে একাধিক এলাকায় ভূমিধস ও হড়পা বানের খবর পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাতভর ইসরায়েলি হামলার পর গাজা সিটি ছাড়ছেন বাসিন্দারা
পরবর্তী নিবন্ধভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ক কার্যকর