ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। এর বিশেষ মর্যাদা হারানোর পর অঞ্চলটি এই প্রথম একটি সরকার পেল। গতকাল বুধবার জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা শ্রীনগরের শের–ই–কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওমর আব্দুল্লাহর পাশাপাশি তার দলের আরও আটজন আইনপ্রণেতাকে শপথ পড়ান। খবর বিডিনিউজের।
ভারতের কংগ্রেস পার্টি ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও তারা ভালো ফল করতে পারেনি। তারা ওমরের নেতৃত্বাধীন সরকারে যোগ না দিয়ে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
বিভিন্ন সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কংগ্রেসকে একটি মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা রাজি না হয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে বলে জানিয়েছে।
এই শপথ অনুষ্ঠানে ভারতের রাজনৈতিক জোট ইন্ডিয়ার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী দলের অখিলেশ যাদব উল্লেখযোগ্য। তাদের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিও উপস্থিত ছিলেন।
এক দশক আগে ওমর আব্দুল্লাহ প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ওমরের দল অঞ্চলটির বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় পায়। তাদের শরিক দল কংগ্রেস ২০১৪–র আগের নির্বাচনে ১২টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র ছয়টি। কংগ্রেস, আম আদমি পার্টির এক আইনপ্রণেতা ও চার স্বতন্ত্র আইনপ্রণেতা ওমর আব্দুল্লাহর সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন।