নগরীর ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটি শপিং মল। গত ১৭ জানুয়ারি এই শপিংমলটি যাত্রা শুরু করে। উদ্বোধনের দিন থেকে এই শপিংমলকে ঘিরে চট্টগ্রামবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটার জন্য এতদিন যারা বিভিন্ন জায়গায় ছোটাছুুটি করতেন; তাদের গন্তব্য এখন ফিনলে সাউথ সিটি শপিংমল। শুধু কেনাকাটা নয়, কেউ কেউ ছুটছেন খাবারের স্বাদ নিতে এবং ফুডকোর্টে আড্ডা দিতে। এছাড়া অনেকে বিয়ের কেনাকাটা সারতে ছুটছেন।
সাইফুল ইসলাম নামের এক ক্রেতার সাথে কথা বলে জানা গেছে, যেহেতু সব ধরনের পণ্য এখানে একই ছাদের পাওয়া যাচ্ছে এবং সব নামি ব্র্যান্ডের তাই তার শপিংয়েরপ প্রথম পছন্দ ফিনলে সাউথ সিটি শপিংমল। পরিবারের সকলের জন্য সব ধরনের পণ্য কিনতে সবাই আসছেন ফিনলে সাউথ সিটিতে। ফিনলে প্রপার্টিজের উদ্যোগে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে প্রায় এক লাখ স্কয়ার ফিট জায়গা জুড়ে গড়ে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিংমল। সার্বক্ষনিক সিসি টিভির আওতাধীন আধুনিক নিরাপত্তা বেষ্টিত ২৩৮টিরও বেশি রিটেইল শপ, সুবিশাল ফুড কোর্ট, এক্সাইটিং ফান জোন নিয়ে চট্টগ্রামবাসীর অন্যতম মনোরঞ্জন কেন্দ্র হয়ে উঠেছে এটি। হাই–এন্ড রেসিডেন্সিয়াল ক্লাস্টার, কমার্শিয়াল স্পেস, শপিংমল এখন একই ছাদের নিচে, একই বিল্ডিং–এ। চট্টগ্রামবাসীর শপিং–এ বিশ্বমানের এক্সপেরিয়েন্স এনে দিলো ফিনলে প্রপার্টিজ। গত কয়েক দশক ধরে সুনামের সাথে স্থাপত্য শিল্পে আস্থা কুড়িয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে গড়ে তুললেন বিশ্বমানের ফিনলে সাউথ সিটি শপিং মল। এখন আর দুবাই–সিঙ্গাপুর নয়, চট্টগ্রামেই হবে ওয়ার্ল্ড ক্লাস শপিং। বিশ্বের নামকরা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের সমাহার আর নতুন নতুন সব এক্সপেরিয়েন্স এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু । উৎসবে আনন্দে অথবা যে কোন উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে মনের মতো শপিং করার জন্য সবাই এখন ফিনলে সাউথ সিটি শপিং মলের দিকে ঝুঁকছেন। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষী এই বহদ্দারহাটে যুক্ত হলো অনন্য মাইলফলক। যার ছোঁয়ায় সময়ের সাথে সাথে শহরের যোগাযোগের মূল কেন্দ্রস্থল বহদ্দারহাট আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। সেজে উঠছে সমৃদ্ধ অঞ্চলটি।ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের নতুন স্থাপত্য ফিনলে সাউথ সিটি শপিং মল জমে উঠেছে স্বমহিমায়।