বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে চট্টগ্রাম বহদ্দারহাট আর. বি. কনভেনশন হলের পরিবর্তে মুরাদপুরস্থ এলজিইডি ভবন হল রুমে অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি, দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ. এম. এম. বাহাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা সাব্বির আহমদ মোমতাজী। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ। সভাপতিত্ব করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রিজভী। অভিষেক অনুষ্ঠান সফল কল্পে প্রস্তুতি কমিটির একসভা গত বুধবার বিকাল ৩টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবদুল আলীম রেজভী, অধ্যক্ষ আল্লামা একরামুল হক, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, অধ্যক্ষ ছৈয়দ আলা উদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ ছৈয়দ ত্বোহা মুহাম্মদ মোদ্দাচ্ছের, অধ্যক্ষ ড. হাফেজ মহিউল হক, অধ্যক্ষ রিদুয়ানুল হক, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, অধ্যাপক হাফেজ আহমদ, অধ্যক্ষ জানে আলম নিজামী, ড. মাওলানা নাসির উদ্দীন প্রমুখ। সভায় আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতিব্য অভিষেক অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












