নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসুলের (দ.) স্মরণে আগামী রবিবার (৩১ জুলাই) শুরু হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। দশদিন ব্যাপী ৩৭ তম মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আলোচনায় অংশ নেবেন।
গতকাল রবিবার সন্ধ্যায় জমিয়তুল ফালাহ মসজিদের নিচতলায় সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ, নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিদেশি স্কলারদের মধ্যে ইরাকের বাগদাদ শরীফের সৈয়দ আফিফ আব্দুল কাদের মনসুর আল জিলানী, ভারতের কাসওয়াসা দরবার শরীফের সৈয়দ মুহাম্মদ মাহমুদ আল আশরাফ আল আশরাফি আল জিলানি, ড. সৈয়দ মুহাম্মদ আশরাফ আশরাফী জিলানি, তাজুল ওলামা পীর সৈয়দ মুহাম্মদ নুরানি মিয়া আশরাফি আল জিলানি, শ্রীলঙ্কার কলম্বোর হযরত আল্লামা শাহ সুফি মুহাম্মদ এহছান ইকবাল আল কাদেরী ও বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী মিশরের শায়খ আহমদ নায়না। প্রস্তুতি সভায় জানানো হয়, ৩১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন বাদ আছর হতে আহলে বায়তে রাসুলের (দ.) উপর আলোচনা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মধ্যে গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, আয়োজক কমিটির সহসভাপতি আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, খোরশেদুর রহমান, অর্থ সম্পাদক আবদুল হাই মাসুম, প্রকাশনা সম্পাদক মাওলানা জাফর উল্লাহ, প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ, মাহবুব শিকদার, এসএম শফি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।