জমিয়তুল ফালাহ্‌য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৫ ডিসেম্বর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

নগরীর জমিয়াতুল ফালাহ্‌ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আগামী ২৫ ডিসেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এ সম্মেলনে মিশর, ইরান, ফিলিপাইন, আফগানিস্তান এবং বাংলাদেশের বিখ্যাত ক্বারীরা অংশ নেবেন। গতকাল বুধবার নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)- এর উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় ক্বিরাত সম্মেলনের সার্বিক পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি। এছাড়া এই সম্মেলনে সহযোগিতা করছে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশসহ শীর্ষস্থানীয় পীর-মাশায়েখরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চবি আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের সম্মেলনে ক্বিরাত পরিবেশন করবেন মিশরের ক্বারী শাইখ ত্বাহা আন-নোমানী, ইরানের ক্বারী হামেদ আলী যাদেহ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাযীর আসগর, আফগানিস্তানের ক্বারী আলী রেযা রেযারী এবং বাংলাদেশের ক্বারী শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী। এছাড়া দেশের অনেক খ্যাতিমান ক্বারীও উপস্থিত থেকে ক্বিরাত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রাম এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, শাহাদাত-এ কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মুহাম্মদ সিরাজুল মোস্তফা, প্রফেসর কামাল উদ্দিন, মুহম্মদ দিলশাদ আহমদ, সালামত উল্লাহ, মাহবুবুল আলম, হাফেজ মাওলানা আহমদুল হক, এসএম সফি, জাফর আহমদ, মনসুর সিকদার, নাজিব আশরাফ, সৈয়দ শফিউল আজম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগিনেস বুকে নিপা
পরবর্তী নিবন্ধজাজের চলচ্চিত্রে আরিয়ানা