জমির বিরোধে হত্যা!

হাটহাজারীতে শিশু খুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

জমিজমা বিরোধের জের ধরেই ছুরিকাঘাতে খুন করা হয় তিন বছরের শিশু মোহাম্মদ ওয়ালিদকে। গত বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওয়ালিদ ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ জাবেদের একমাত্র সন্তান। বুধবার দুপুরে ওয়ালিদকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে মা ইসরাত জাহান যান পুকুরে গোসল করতে। গোসল করে ঘরে এসে সন্তানের রক্তাক্ত দেহ দেখতে পান। এ সময় ইসরাতের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।

তারা ওয়ালিদকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যায় এভারকেয়ার হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ওয়ালিদকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়ালিদের চাচা মো. খোরশেদ বলেন, ওয়ালিদকে ঘুম পাড়িয়ে তার মা ও দাদি পুকুরে গোসল করতে যান। ওই সময়ে কে বা কারা ঘরে ঢুকে ওয়ালিদের গলায় ও পেটে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশু ওয়ালিদ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

পূর্ববর্তী নিবন্ধসংগীতের জাতীয় উৎসব ও সম্মেলনে বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল চুরি করতে ছাত্রলীগ নেতার বাড়িতে ছাত্রদল নেতা