চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জমির আহাম্মেদ নগরীর কদমতলীস্থ নিজ বাসভবনে গত শনিবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
জমির আহাম্মেদ ছিলেন একজন জাতীয়তাবাদী ও ত্যাগী রাজনৈতিক কর্মী। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর ইন্তেকালে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান গভীর শোক প্রকাশ করেন। পৃথক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











