২২তম পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির উদ্যোগে গত ২৭ ডিসেম্বর মোমিন রোড সালমা ভবনস্থ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একেএমবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। বক্তব্য দেন, অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, মাস্টার নুরুল আজিম, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যাপক শহিদুল্লা, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, হারিছ উদ্দীন দৌলতী, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা নুরুল আলম, মাওলানা মোহাম্মদ আয়ুব, কাজী মোহাম্মদ আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, এম আহমদ রেজা প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ৩ ও ৪ জানুয়ারি জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।