জমিয়তুল ফালাহ ময়দানে সুন্নি সমাবেশ আজ

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

আজ সোমবার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বাদ মাগরিব থেকে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ (রহ.) ও শেরে বাঙলা (রহ.) এর ওরস উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় এক সুন্নি সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশ বরেণ্য উলামা কেরাম ও বুদ্ধিজীবীগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শাহাদাতে কারবালা মাহফিলের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠেয় মাহফিলে বিশ্ববাসী ও মুসলিম জনতার জন্য বিশেষ দুআ মুনাজতের পর উপস্থিত মুসল্লিদের কাছে তাবারুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধফোরাম সিক্সটি’স চিটাগাং কলেজের বার্ষিক মিলন মেলা