জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরীর (রাহ.) ৭ম ওফাত বার্ষিকী স্মরণে মাহফিল আজ বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে প্রিন্সিপাল মওলানা মুহম্মদ অছিয়র রহমান, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মুহম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ অতিথি ও আলোচক থাকবেন।
অনুষ্ঠানে সবান্ধব অংশগ্রহণ করার জন্য শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











