জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ যুব সংগঠনের ঈদ পুনর্মিলনী

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

বর্তমানে বস্তুগত উন্নতি ও প্রযুক্তিগত উৎকর্ষতা ঘটলেও মানুষের নৈতিক মানের ক্ষেত্রে অবনমন ঘটেছে। আর্থিক প্রাচুর্য সত্ত্বেও মানুষ খুব একটা শান্তিতে নেই। অর্থবিত্তে প্রকৃত সুখ ও শান্তি নেই। নৈতিক জীবনচারিতার মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। বর্তমান ঘুণে ধরা অবক্ষয়পুষ্ট জীবনধারা বদলাতে শুদ্ধচারি মননশীল উজ্জীবনধর্মী সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে।’

ফটিকছড়ি জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ যুব সংগঠনের আয়োজনে গত ২৬ জুন বিকেলে জমিদারপাড়া জামে মসজিদে প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ফজলুল কাদেরের সভাপতিত্বে ও সংগঠনের এডহক কমিটি সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা উত্তরের সভাপতি আবু তাহের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দীন চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদুল আলম, খুরশিদ আলম, সংগঠনের উপদেষ্টা সাহেদুল আলম, নারায়ণহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম আরমান, নারায়ণহাট আল হাসানাইন মডেল মাদরাসার চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকী, শামীম আশরাফ চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন বিজিএমই পরিচালক রাকিবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে মাস্টার আজিজুল হক, মাস্টার ফরিদ আহমদ, মাস্টার আহমেদ ছাবের, মাস্টার দিদারুল আলম, অধ্যাপক ফজলুল রহিম, মাওলানা আইয়ুব। অনুষ্ঠানে ১২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে মুহাম্মদ তারেককে সভাপতি, মুহাম্মদ ফোরকানকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন মানিককে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আরফানুল আবছারকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে মেয়র
পরবর্তী নিবন্ধসরকার বেগম খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করে রেখেছে