জমিতে বিদ্যুতের তার, মা মেয়ের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ‘জমিতে পড়ে থাকা’ বৈদ্যুতিক তারে জড়িয়ে মামেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল এলাকায় গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলে উপজেলার গচ্ছাবিলের শাহানর এলাকার কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি ()

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুঁটির তার জমিতে পড়ে ছিল। জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে উভয়ের মৃত্যু ঘটে। পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

তাদের মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বলেন, খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল করে পরবর্তী আইনী কার্যক্রম শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ দফা আদায়ে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু