জমকালো আয়োজনে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের চেইন হস্তান্তর অনুষ্ঠান

নতুন প্রেসিডেন্ট শান শাহেদ

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবু বকর শাহেদ (শান) এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল মুন্না। গত ১১ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রেসিডেন্টের কাছে চেইন হস্তান্তর করা হয়। জেসিআইর অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট টিপু সুলতান শিকদার, এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মীর মোহাম্মদ নাসির, আশরাফ উদ্দিন বান্টি, আয়াজ ইসলাম চৌধুরী, লোকাল ট্রেইনিং অফিসার এস এম ইশতিয়াকুর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিলর রাজু আহমেদ, ট্রেজারার জুনায়েদ আহমেদ রাহাত, মো. আবু তৈয়ব, মোহাম্মদ মইন উদ্দিন, মো. মহসিন, মো. আমজাদ হোসেন, ইশতিয়াক আলম চৌধুরী, শাহাব উদ্দীন চৌধুরী ও ওমর আলী।
নতুন প্রেসিডেন্টের কাছে চেইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং সঙ্গীত তারকা পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাইফ উদ্দৌল্লাহ, পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ হিরু, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, র‌্যাংকস এফসি প্রপার্টিজের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, হাবিব তাজকিরাজ ও হাইড আউটের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে জেসিআইর সাবেক প্রেসিডেন্টদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সাবেক প্রেসিডেন্টরা হলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট (২০১৩), রাইসুল উদ্দিন সৈকত (২০১৪), শিহাব মালিক (২০১৫), জসিম আহাম্মেদ (২০১৬), গিয়াস উদ্দিন (২০১৭), মুশফিক আহাম্মেদ রুশদ (২০১৮), অসীম কুমার দাশ (২০১৯), শহিদুল মোস্তফা চৌধুরী মিজান (২০২০) এবং টিপু সুলতান সিকদার (২০২১)।
উল্লেখ্য জেসিআইর নব নির্বাচিত প্রেসিডেন্ট শান শাহেদ ব্যবসা ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা এবং একজন তারকা সঙ্গীত শিল্পী। চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতাঙ্গনে শান শাহেদ জনপ্রিয় রক শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি জনপ্রিয় তীরন্দাজ ব্যান্ডের লিডার এবং প্রধান ভোকালিস্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থদের ও বয়স্কদের মাঝে এম মনজুর আলমের চিকিৎসা সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আন্তর্জাতিকমানের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে