জব্বারের বলী খেলায় গত ৩৪ বছর ধরে নিয়মিত মুখ আবদুল মালেক। দুই বলী কে কাকে কিভাবে পরাভূত করছে সেটা একেবারে পাখির চোখে প্রত্যক্ষ করতেন তিনি। কারণ তিনি যে ম্যাচের রেফারি। গত প্রায় দুই যুগ ধরে আবদুল মালেকও যেন জব্বারের বলী খেলার নিয়মিত অংশ হয়ে গিয়েছিলেন। সেই আবদুল মালেককে আর দেখা যাবেনা বলী খেলার মঞ্চে। গতকাল তিনি অবসর গ্রহণ করে ফেলেছেন। গতকাল বলী খেলার প্রথম পর্ব পরিচালনা করে তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে মঞ্চ থেকে নেমে আসেন। পরে প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী তাঁকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বিদায় জানান। দীর্ঘ এই পথ চলায় আবদুল মালেক চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বলী খেলা পরিচালনা করেন।
এক সময় ফুটবল খেলতেন আবদুল মালেক। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এনায়েত বাজার ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। অনেকটাই শখের বশে বলী খেলা পরিচালনায় নামা আবদুল মালেকের জীবনের সাথেই যেন জড়িয়ে যায় এই বলী খেলা। শেষ পর্যন্ত সে বলী খেলার রেফারীর পাঠ চুকিয়ে ফেললেন আবদুল মালেক। গতকাল খেলা চলাকালে তার সতীর্থ হিসেবে যারা এতদিন কাজ করেছেন সেই জামাল হোসেন, জাহাঙ্গীর আলম এবং গতকালই রেফারী হিসেবে অভিষেক হওয়া সিদ্দিক বলী বিদায় জানান আবদুল মালেককে। তার অনুপস্থিতিতে জামাল হোসেনের নেতৃত্বে গতকালের ফাইনাল খেলা পরিচালনা করেন বাকিরা।