জব্দ হওয়া মাছ গেল এতিমখানায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সময়ে সংরক্ষণ করা এক হাজার কেজিরও বেশি মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। দক্ষিণ কাট্টলির রাসমনি ঘাট থেকে নৌ পুলিশ গত সোমবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে। জনৈক ছালাউদ্দিন জমিদারের ভাড়া জালঘর থেকে এসব মাছ জব্দ করা হয়।

সদরঘাট নৌ থানা পুলিশ জানিয়েছে, একরাম উল্লাহ নামে এক ব্যক্তি প্রায় ৯০০ কেজি ইলিশ ও ২০০ কেজি পোয়া মাছ শুঁটকি করার জন্য সেখানে রেখেছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানায় এবং অসহায় মানুষের মাঝে মাছগুলো বিতরণ করে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের কেবিনেট সভা ২৬ অক্টোবর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নূর আহমদ