জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, একটি জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য দেশবাসীকে সচেতন হতে হবে এবং সেই লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে হবে।
গতকাল বাদে জুমা মহানগরী জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে দেওয়ানবাজারস্থ বিআইএ জামে মসজিদে জুমায় বক্তব্য ও মুসল্লীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল সমস্যার ন্যায়সঙ্গত সমাধান প্রদান করে। জনগণের ভোটের মাধ্যমে যদি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে দেশে ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া।
গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানা আমির আমির হোছাইন, বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী, কোতোয়ালী থানা নায়েবে আমির অধ্যাপক আব্দুজ্জাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।
মহানগরী জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে গতকাল মহানগরীর মসজিদে মসজিদে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












