আলোচিত মাহমুদা খানম মিতু খুনে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার জড়িত মর্মে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন এহতেশামুল হক ভোলা। গতকাল রোববার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আবেদনটি করেন। শুনানি শেষে আদালত তা নথিভুক্ত করতে নির্দেশ দেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৩ অক্টোবর আরেক মহানগর হাকিম শফি উদ্দীনের আদালতে ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন ভোলা। এর আগে ২২ অক্টোবর রাতে যশোরের বেনাপোল থেকে ভোলাকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। সে সময় বাবুল আক্তার দাবি করেন, জঙ্গিরাই তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। পাঁচলাইশ থানায় করা উক্ত মামলা ডিবি পুলিশ হয়ে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি ১২ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে বলা হয়, বাবুল আক্তারই স্ত্রী মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
এদিকে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন পাঁচলাইশ থানায় মিতু খুনের ঘটনায় বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে মিতুর বাবা মোশারফ হোসেন নতুন একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বাবুল আক্তারই পরিকল্পিতভাবে স্ত্রী মিতুকে লোক লাগিয়ে হত্যা করেন। বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে ডেকে নিয়ে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। বর্তমানে তিনি ফেনী কারাগারে আছেন।