মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। তবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মিতু খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। এর আগে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই তিন দিনের রিমান্ড শেষে সাকুকে আদালতে হাজির করেন। আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রটি জানায়, সাকু ভিকটিম মিতুর স্বামী সাবেক পুুলিশ সুপার বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম সিকদার প্রকাশ মুছার (পলাতক) আপন ভাই। গত ১২ মে রাতে রাঙ্গুনিয়ার রানিরহাট এলাকা থেকে সাকুকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে ১২ মে বিকালে নগরীর পাঁচলাইশ থানায় মিতু খুনের ঘটনায় বাবুল আক্তার, মুছাসহ ৮ জনের নাম উল্লেখ করে বাবুল আক্তারের শ্বশুর নতুন একটি মামলা দায়ের করেন। একপর্যায়ে বাবুল আক্তারকে সেদিনই এ মামলায় গ্রেফতারও দেখানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে ডেকে নিয়ে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। শ্বশুরের দায়ের করা সে মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।