নববর্ষে জবাকুসুম সূর্যোদয়ে জোড়হাতে বলি
সৌরপঞ্জি বঙ্গাব্দে যেন সুন্দর সরল চলি।
সুন্দর পঞ্চেন্দ্রিয়ে স্বীয় শাসনে জিব মধুর বচন
গৌরবে সার্থক জেনে মানবিক চিকিৎসক জীবন।
শ্রদ্ধা সতত মা–বাবা ভক্তিবৃক্ষে, মান্য গুরুজনে
সংক্রান্তিতে হিংসা–দ্বেষ–ছদ্মবেশ শত্তুর কেটে মনে।
দিও সুনিদ্রা উঁকি জানালায় এনে লীলা চাঁদ
কবিতা প্রহরে জলের নাচের মতো শব্দরাশি বাঁধ।
ষড়ঋতুর জন্মভূমি বাংলামুলুকে ধুলোরেণু নুয়ে
বিজু উৎসবে বনস্পতি জাগে সবুজ রক্ত ছুঁয়ে।
উদয়ের পথে উৎসারিত ভালোবাসা পুষ্পদল
জগতে মারণ হানাহানি স্তব্দ করে মনুষ্যত্ব বল।
শিশু–বিশ্বে ফোটে রঙে রঙে আনন্দ উজ্জ্বল শৈশব
নিখিলে সকলেই সুখী হোক–আনন্দ মহোৎসব।