জন্ম ও মৃত্যু নিবন্ধনে নতুন নির্দেশনা

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ক্ষমতার পালাবদলের মধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দেওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দায়িত্ব পালন করবেন বলে গত বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

স্থানীয় সরকার বিভাগ তিনটি নির্দেশনা দেয়। সেগুলো হল

. অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব কর্মকর্তারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

. কর্মস্থলে অনুপস্থিত পৌর মেয়রদের পরিবর্তে ওই জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী কয়েকজন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।

. কর্মস্থলে অনুপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।

বুধবারই পৃথক আদেশে সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব সিটিতে মেয়র উপস্থিত নেই, সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেয়েছেন উপজেলা পরিষদ পরিচালনার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা।

পূর্ববর্তী নিবন্ধসব পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা কার্যকর আজকালের মধ্যে
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী ও ১২ দলীয় জোটের মতবিনিময় সভা