সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, সনাতনী সমপ্রদায়ের বৃহৎ উৎসব জন্মাষ্টমী উপলক্ষে নগরীর আইন–শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে সব ধরনের উচ্ছৃঙ্খলতা কঠোর হস্তে দমন করা হবে। মহাশোভাযাত্রায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। তিনি গতকাল সোমবার আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড. চন্দন তালুকদার ও বিমল কান্তি দে।
উপস্থিত ছিলেন মাইকেল দে, দুলাল চন্দ্র দে, চন্দন দাশ, আশীষ কুমার ভট্টাচার্য, কাউন্সিলর জহরলাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, কৃষ্ণ কান্তি দত্ত, তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, শংকর সেনগুপ্ত, রতন আচার্য্য, অরূপ রতন চক্রবর্তী, প্রদীপ বিশ্বাস, ডা. কথক দাশ, দেবাশীষ নাথ দেবু, উজ্জ্বল চক্রবর্তী, কানুরাম দে, রাধা রাণী দেবী টুন্টু মুন, মিথুন মল্লিক, রাহুল দাশ, সমিরণ মল্লিক, প্রকৌশলী তুহিন রায়, দেবাশীষ আচার্য্য, শিবু প্রসাদ চৌধুরী, সুভাষ মল্লিক সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












