জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আসন্ন দ্বি–বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩ জুন সম্মেলন নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মনোতোষ ধরের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ জুন জেএম সেন হল প্রাঙ্গণে দ্বি–বার্ষিক সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনে বিভিন্ন উপ–পরিষদ গঠন, পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাড. চন্দন তালুকদার, পরেশ চন্দ্র চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, লায়ন দুলাল চন্দ্র দে, অরূপ রতন চক্রবর্তী, রতন আচার্য্য, সুভাষ চন্দ্র দাশ, লায়ন শংকর সেনগুপ্ত, মিথুন মল্লিক, তাপস কুমার নন্দী, এস প্রকাশ পাল, ড. বিপ্লব গাঙ্গুলী ও সজল দত্ত, শিবু প্রসাদ দত্ত, প্রণব সাহা, সাধন ধর, অ্যাড. নটু চৌধুরী, চন্দন দাশ, কানুরাম দে, বাবুল ঘোষ (বাবুন), প্রকৌশলী সঞ্জিত বৈদ্য, আশীষ চৌধুরী, সলিল কান্তি গুহ, মাইকেল দে, রতন ভট্টাচার্য্য, মিহির কান্তি নাথ, রত্নাকর দাশ (টুনু), মিনা চৌধুরী, শিপ্রা চৌধুরী, শাশ্বত চৌধুরী লিটু, বাবুল দাশ তনয়। প্রেস বিজ্ঞপ্তি।