জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২৮ ফেব্রুয়ারি

প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নগরীর রহমতগঞ্জস্থ জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সম্মেলনে বিভিন্ন মঠমন্দিরের সাধুসন্ন্যাসী, মহারাজ, পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক, জেলা প্রতিনিধি, রাষ্ট্রীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন। সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আর.কে দাশ রুপু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধনির্বাচন দিতে তালবাহানা করলে বিএনপি আবার রাজপথে নামবে