জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভা গত ১৪ অক্টোবর নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সিনিয়র সহ–সভাপতি লায়ন তপন কান্তি দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু। পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থর সঞ্চালনায় জন্মাষ্টমী উৎসবের আয়–ব্যয় উপস্থাপন করেন অর্থ সম্পাদক রতন আচার্য্য। সভায় আগামী ৫ নভেম্বর থেকে ষোড়শপ্রহরব্যাপী রাস মহোৎসব উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য দেন, পরিষদের সহ–সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, চন্দন দাশ, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, বাবুল ঘোষ বাবুন, অ্যাডভোকেট সলীল গুহ, হিল্লোল সেন উজ্জ্বল, আশীষ চৌধুরী, লায়ন সন্তোষ কুমার নন্দী, লায়ন ডা. বিধান কুমার মিত্র, গোপাল শর্মা, তপন নাগ, অ্যাড. টিপু শীল জয়দেব, মৌসুমী দাশ, বেল্টন কান্তি নাথ, মনোরঞ্জন দাশ, সম্পদ দে, শ্যামল দাশ, কানুরাম দে, পাঁপড়ি কারণ ঘোষ, রাসেল চৌধুরী, শুভ দাশগুপ্ত, দেবাশীষ সেন, তুর্য রুদ্র, রাহুল বিশ্বাস, আদিত্য দে, আদি দাশ, এস প্রকাশ পাল, সুজন দাশ, সুমন দাশ বাদশা, ঊষা আচার্য, রিংকু ভট্টাচার্য, রণতোষ মহাজন রানা, লায়ন লিটন কান্তি দত্ত, মৌসুমী চৌধুরী, শিমুল কান্তি দাশ, হরিপদ দাশ, সুভাষ বিশ্বাস, লিটন পাল, সুভাষ চন্দ্র দাশ, গৌতম ওয়ার্দ্দার, আশীষ চৌধুরী, সাজু দাশ, রাসু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।