জন্মাষ্টমীর শোভাযাত্রায় ভক্তদের ঢল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

ভক্তদের ঢল নেমেছিল সকাল থেকে। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে এসেছেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়। সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মতিথি উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রা। জন্মাষ্টমী শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকে জেএমসেন হলসহ সামনের সড়ক গুলোতে ভক্তদের ঢল নেমেছিল।
প্রতি বছরের মতো এবারও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত নগরীতে বের করা হয় শুভ জন্মাষ্টমীর বর্ণিল মহাশোভাযাত্রা। শোভাযাত্রাটি কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে মহাশোভাযাত্রা এক অপরূপ দৃশ্যে পরিণত হয়। সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারন করে শ্রীকৃঞ্চের জন্ম তিথি উৎসবে। মাঙ্গলিক নানান ফেস্টুন ও ব্যানার সহকারে মহাশোভাযাত্রায় অংশ নেন সনাতনী সমপ্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মঠ-মন্দিরের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য মহাশোভাযাত্রাটি আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট, তুলসীধাম, ডিসি হিল, চেরাগী পাহাড় হয়ে জে.এম.সেন হল প্রাঙ্গণে পৌঁছালেও মহাশোভাযাত্রার শেষ অংশ তখন আন্দরকিল্লা পর্যন্ত বিস্তৃত ছিল। পথিমধ্যে হাজার হাজার নারী-পুরুষ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বাড়ির ছাদ থেকে ফুল ও উলুধ্বনি দিয়ে মহাশোভাযাত্রাকে স্বাগত জানায়।
আন্দরকিল্লা মোড় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। শ্রীশ্রী জন্মাষ্টমী মহাশোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মাইকেল দে’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী পরিষদের সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, জন্মাষ্টমী শোভাযাত্রা পরিষদের সদস্য সচিব রতন ভট্টাচার্য্য, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। সুমন দেবনাথ ও মিথুন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জন্মাষ্টমী পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, লীলারাজ ব্রহ্মচারী, চিন্ময় ব্রহ্মচারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিষদ কর্মকর্তা লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, রতন আচার্য্য, লায়ন দিলীপ ঘোষ, শিবু প্রসাদ দত্ত, তাপস কুমার নন্দী, শ্রীপ্রকাশ দাশ অসিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএবার লাল আখের ভালো ফলন
পরবর্তী নিবন্ধচালক ঘুমে, লরি ডিভাইডারে