জন্মভূমির টানে

মৌসুমী সেন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

হৃদয়ও পিতৃভিটার মতো

ভালোবাসার অংশীদারত্ব ভাগিদারে

তাকেও ভাগ হতে হয় স্তরে প্রস্তরে।

যার যত যা কিছুই থাক

মাতা পিতার অংশীদারত্ব থেকে প্রাপ্ত ভাগ

বংশানুক্রমে আশীর্বাদ স্বরূপ মানুষ গ্রহণ করে।

পিতার ভিটা পিতার অংশ সব নিলাম শেষেও

আঁকড়ে বাঁচে মানুষ।

বহুমূল্যায়ন ছেড়েও জন্মভূমির টানে

ফিরে আসে নিজ ঠিকানায়।

পূর্ববর্তী নিবন্ধবছরের পর বছর আসে
পরবর্তী নিবন্ধঅক্ষরের অস্ত্র হাতে