প্রায় ২ মাস ধরে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে আছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদে। ফলে উক্ত ইউনিয়ন পরিষদের নাগরিকগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। নিজ নিজ জায়গা থেকে নতুন করে জন্ম ও মৃত্যু সনদ তৈরী এবং সংশোধন এর কার্যক্রমও পুরোপুরি বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, ভিসা আবেদনসহ ১৯টি নাগরিক সেবার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বর্তমানে এই সবগুলো সেবা গ্রহণ থেকে সাধারণ নাগরিক বঞ্চিত। ইউনিয়নের রতনপুর গ্রামের মো. ইউসুফ মোল্লার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট তৈরির জন্য জন্মসনদ সংশোধন এর প্রয়োজন। কিন্তু জন্মসনদ সংশোধন কার্যক্রম আপাতত বন্ধ। ফলে তাঁর বিদেশ যাওয়ার প্রক্রিয়া আটকে আছে। জন্মনিবন্ধন কার্যক্রম এর রেজিস্টার্ড জেনারেল এর মতে ওয়েবসাইটের আপডেটাইজেশন, কারিগরি ত্রুটি এবং লোকবল সংকটের কারণে সার্ভার সাময়িক ভাবে বন্ধ। কিছুদিন আগে জানা যায়, বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইটের লক্ষ লক্ষ নাগরিকের তথ্য ফাঁস হয়ে গেছে। পরবর্তীতে জানানো হয় সেটি জন্ম ও মৃত্যুনিবন্ধন ওয়েবসাইট। এই কারণেই হয়তো সার্ভার বন্ধ। নাগরিকের হয়রানি এবং ভোগান্তির কথা বিবেচনা করে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের প্রতি বিনীত আবেদন, অতি দ্রুত উক্ত সমস্যার সমাধান করুন। জন্ম ও মৃত্যুনিবন্ধন সার্ভার এর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি আরোও কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ওয়েবসাইটের কার্যক্রম চালু করুন।
আল আমিন
তিতাস, কুমিল্লা।