জন্মদিনে ৩ কোটি রুপির সোনার কেক কাটলেন উর্বশী

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বিনোদন জগতের মানুষদের জন্মদিন মানে বিশেষ চমক। কিন্তু সব ধরনের চমককেও যেন চমকে দিয়েছেন হিন্দি সিনেমার অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী তার জন্মদিনে ২৪ ক্যারেট সোনার তবক দিয়ে মোড়ান বিশাল আকৃতির একটি কেক উপহার পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়া বলছে, রোববার ছিল উর্বশীর জন্মদিন। দিনটিতে উর্বশীকে তিন কোটি রুপি খরচ করে বানানো কেক উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছেন গায়ক হানি সিং। উর্বশীর জন্মদিন পালন হয় ‘লাভ ডোজ ২’ মিউজিক ভিডিওর শুটিংফ্লোরে। মিউজিক ভিডিওতে উর্বশী ও হানি সিং একে অপরের সহশিল্পী। কেকের ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, শুটিং ফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।

হানির উদ্দেশে অভিনেত্রী আরও লেখেন, আমার জন্য তোমার পরিশ্রম এবং ভাবনা আমার ক্যারিয়ারের একটা অন্য অধ্যায়ের সূচনা করেছে।

তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। আর হানি সিং বলেন, উর্বশীর জন্মদিনটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। চেয়েছিলাম কেক কাটার মুহূর্তটি ইতিহাসের রূপ নিক। সোনার কেক কাটার জন্য সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে কটাক্ষেরও শিকার হতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
পরবর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবে ‘অস্পৃশ্য’ মঞ্চস্থ