জন্মদিনে সপরিবারে মুম্বাই ছাড়লেন শাহরুখ

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন গতকাল মঙ্গলবার। এদিন ৫৬ বছরে পা দিয়েছেন তিনি। প্রতি বছর বেশ ঘটা করে জন্মদিন উদযাপন করা হলেও এবার মান্নাত যেন জনশূন্য। নেই কোনও উৎসবের আমেজ। খবর বাংলানিউজের।
প্রতি বছর এই দিনে শাহরুখ তার বাড়ি মান্নাতের সামনে এসে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু প্রায় এক মাস বড় ছেলে আরিয়ান জেলে থাকার পর ঘরে ফিরলেও এবার ঘটা করে জন্মদিন পালন করছেন না শাহরুখ। নভেম্বরে ছেলে জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন ও এ যুগলের বিবাহবার্ষিকী উদযাপন হয়নি। দুঃসময় কেটেছে। ছেলে কারাগার থেকে ফিরেছেন। তবে জন্মদিন উদযাপনের মুড নেই। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শাহরুখ খান সপরিবারে পাড়ি জমিয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহর আলিবাগে। সেখানে এ সুপারস্টারের খামারবাড়ি রয়েছে। জনসমাগম থেকে দূরে থাকতেই সেখানে গিয়েছেন তিনি। তবে জামিনের শর্তানুযায়ী আগামী শুক্রবার মুম্বাইয়ে ফিরবেন আরিয়ান।

পূর্ববর্তী নিবন্ধস্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন মাহি
পরবর্তী নিবন্ধহতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন বাঁধন