চিরকাল যদি হারাই তোমায়
থেকে যাবে কিছু ক্ষণ,
অবেলার এক ডালিম পুষ্পে
দেয়া-নেয়া ছিল মন।
আবারও দুজন এক সাথে হবো
বহুদূরে তবু কাছাকাছি রবো,
বকুল ঝরার সময়টুকুন
প্রার্থনাতেই থাক,
কোন জনমেই এক না হয়েও
এক হয়ে যাক রাত।
চন্দ্রশিলা ছন্দা | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ