জন্মগত হৃদরোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জন্মগত হৃদরোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী ও খেলার বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। গত রবিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগত হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। চায়নার ফুয়াই হসপিটাল, ওয়াইডিএইচআর, ইয়ুন্নান এইড ও আরিজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইস্যাব। আয়োজিত ক্যামেপ চট্টগ্রামের উপজেলা থেকে আসা ৩০জন শিশুকে বিনামূল্যে ব্যয়বহুল এ রোগের চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়। একই সঙ্গে তাদেরকে কোভিড সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্প চলাকালে চীন থেকে অনলাইনে যুক্ত ছিলেন চীনের ফুয়াই হসপিটালের কনসালটেন্ট ও এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজি’র সহ সভাপতি ডা. মিসবাহুল ফেরদৌস। স্বাস্থ্য ক্যাম্পে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শিশু ধর্ষণের অভিযোগে বখাটে গ্রেফতার
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষার প্রতিনিধি সমাবেশ