হোমিওপ্যাথিক পরিষদ জেলা শাখার উদ্যোগে গত ১৯ নভেম্বর ‘জন্ডিস ও হেপাটাইটিস রোগীর চিকিৎসায় হোমিও প্রতিবিধান’ বিষয়ক সেমিনার এবং জেলা ও উপজেলা শাখার সমন্বয় সভা নগরীর চকবাজার চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বাহোপ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় সদস্য ডা. তাপস ভট্টাচার্য।
আলোচনায় অংশ নেন ডা. মোহাম্মদ আবদুর রহমান, ডা. এস. এম. ছালেহ জাহাঙ্গীর, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. সাকিনা আকতার লাকী, অধ্যাপক ডা. ফজলুল কাদের, অধ্যাপক ডা. বিমল মজুমদার, ডা. কাবেরী দাশ, ডা. মোহাম্মদ মহসীন, ডা. আবদুর রাজ্জাব, অধ্যক্ষ ডা. পি সি সাহা, ডা. মুহাম্মদ এহতেশামুল হুদা, ডা. শেখর ঘোষ আপন, ডা. সুজিত কুমার পাল ও ডা. ওমর ফারুক। উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মুহাম্মদ একতিয়ার উদ্দিন, ডা. অনিমা দেবী, ডা. কাবেরী বড়ুয়া, মীরা বাঈ দেবী, ডা. শাহাদাত হোসেন, ডা. এম এ ফজল, ডা. পলাশ ভট্টাচার্য, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. ফারজানা শারমিন, ডা. জান্নাত কলি, ডা. মীর শারমিন আকতার, ডা. কামরুল হাসান, ডা. সাজেদ উল্লাহ, ডা. অনুপম নাথ, ডা. রোজিনা আকতার, ডা. তৌহিদুল ইসলাম, ডা. শওকত ওসমান চৌধুরী, ডা. মনবন্ধন, ডা. অনুপম নাথ, ডা. আবু সাঈদ মুহাম্মদ নাছের ও কামরুল হাছান। প্রেস বিজ্ঞপ্তি।